পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক), জামালপুরের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে এক পিঠা উৎসব এর আয়োজন করা হয়।
জনাব নওরীন মুন্না, সভানেত্রী, পুনাক, জামালপুর এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়।
পুলিশ কর্মকর্তাদের সহযোগীতায় পুনাক বরাবরই মানবতার সেবায় বিভিন্ন সামাজিক কর্মকান্ডে কাজ করে যাচ্ছে। আগামী দিনগুলোতেও পুনাক মানবতার কল্যাণে প্রশংসনীয় ভূমিকা রাখবে।
এসময় জেলা পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন পিঠা মেলা উৎসবে, সারা দিনের নানা কর্মসূচি শেষ করে সন্ধ্যায় বিশাল এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জামালপুর কর্তৃক পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক আয়োজিত পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা মুখরিত হয়।