বোরহানউদ্দিন প্রতিনিধি স্কুল ড্রেস পরিহিত ৬/৭ জন ছাত্ররা দিনেদুপুরে বাড়িতে ডুকে পরিবারের সদস্যদের আতংক করে কয়োটি গাছের ডাব খেয়ে এবং লুট করে নিয়ে যায়। এমনই ঘটনা ঘটেছে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খোরশেদ আলম ফরাজি বাড়িতে। আজ (২৬ জানুয়ারী ২০২৫)রবিবার দুপুরের দিকে পক্ষিয়া ফরাজি বাড়িতে ঘটে এই এলাহি কান্ড। অচেনা এই ছাত্রদের পোশাক দেখে মনে হচ্ছে তারা সবাই বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন স্কুলের ছাত্র। তবে কারোই পরিচয় এখনও সঠিক করে জানা জায়নি। এদিকে বাড়িতে থাকা হুমায়ুন কবির বাচ্চুর স্ত্রী সন্তান কিছু সময়ে আতংকে ছিল,পরে ছাত্ররা গাছে থাকা নারিকেল খেয়ে পরে অটোরিকশা ভর্তি করে নারিকেল নিয়ে যায়। এলাকাবাসী জানান, দিনে দুপুরে এভাবে অপরিচিত বাড়িতে ডুকে হইহুল্লাকরে আতংক ছড়িয়ে নারিকেল খাওয়ার দৃশ্য আগে কখনও দেখিনি, এগুলো সমাজের জন্য অসহনীয় সংকেত। উপাদক্ষ্য তরিকুল ইসলাম বলেন, স্কুল ছুটির পর ছাত্ররা কি করে সেটা প্রতিষ্ঠানের দায় নয়। তাছাড়া আমি এ বিষয় অবগত নয়,তারপরও তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নিবেন বলে আশস্থ করেন। অন্যদিকে আরেক স্থানীয় বাসিন্দা বলেন, যে ছাত্ররা এসেছে এরা তাদের আত্মীয় স্বজন। এদের সাথে দীর্ঘদিনের জায়গা জমি নিয়েও ঝামেলা রয়েছে। হুমায়ুন কবির(বাচ্চু) জানান – আমি অনেক দিন ধরে বাড়ীতে নেই। বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন স্কুলের ড্রেস পড়া পড়ুয়া ৬/৭ জন ছাত্র কিছু না বলে মেইন গেইটের তালাবন্ধ থাকার পরও বাউন্ডারি উপর দিয়ে ভিতরে ঢুকে নারিকেল গাছে উঠে নারিকেল পাড়ে কিছু খেয়ে বাকী নারিকেল অটোরিকশা করে নিয়ে যায়।
সংবাদ শিরোনাম ::
বোরহানউদ্দিনে স্কুল পড়ুয়া ছাত্রদের এলাহি কান্ড
- আমাদের মার্তৃভূমি ডেস্ক :
- আপডেট সময় ০৫:৫৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
- ৫১২ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ