গত ২৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে সাংগ্রিলা ইন রেস্টুরেন্ট হলরুমে হজ এজেন্সী অ্যাসোসিয়েশন বাংলাদেশ (হাব) এর নির্বাচন ২০২৫ – ২০২৭ উপলক্ষে নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাব বৈষম্য বিরোধী গণতান্ত্রিক জোটের প্যানেল প্রধান, হাবের সাবেক মহাসচিব এম এ রশিদ শাহ সম্রাট। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী হজ এজেন্সির মালিক বৃন্দের আহবায়ক আখতারুজ্জামান, সদস্য সচিব মোহাম্মদ আলী, হাবের সাবেক ইসি সদস্য মোঃ নাজিম উদ্দিন, কারী গোলাম মোস্তফা, মোঃ খাদিম দুলাল এবং হাবের সাধারণ সদস্য মোঃ মোশারফ হোসেন, এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে হাবের সাবেক মহাসচিব এম এ রশিদ শাহ সম্রাট বলেন, যারা বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক দুর্নীতিবাজ ঘোষিত হয়েছে, তাদের নির্বাচন করার কোন অধিকার নেই। আগামী নির্বাচনে বিজয়ী হতে পারলে হাবের প্রধান প্রধান সমস্যা রোড টু মক্কা বন্ধ হবে ইনশাল্লাহ। সবশেষে প্যানেলের সকল প্রার্থীদের এবং একটি সুন্দর হাব গঠনের জন্য দোয়া মোনাজাত করা হয় এবং প্যানেলের অন্যান্য সদস্যদের নিয়ে ফিতা কেটে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন জোটের প্রধান এম এ রশিদ শাহ সম্রাট।
সংবাদ শিরোনাম ::
হাব বৈষম্য বিরোধী গণতান্ত্রিক জোট প্যানেলের নির্বাচনী কার্যালয় উদ্বোধন
- ফরহাদ হোসেন
- আপডেট সময় ০৫:২৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
- ৫১৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ