ভোলার লালমোহনে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামী মোঃ রাকিব (২৭) কে র্যাব-৮ ও র্যাব-২ এর একটি চৌকস টিম রাজধানী ঢাকায় যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।
শনিবার ৭ (ডিসেম্বর) দুপুর ৩:১০মিনিটে রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের চন্দ্রীমা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে লালমোহন থানার বদরপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের দেবীরচর এলাকার নুরু হাওলাদার এর পুত্র হত্যা মামলার অন্যতম আসামী মোঃ রাকিব (২৭) কে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৮ এর ভোলা জেলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো.শাহরিয়ার রিফাত অভি গনমাধ্যম কে জানান, ভোলা জেলার লালমোহন থানার মামলা নং-১৩, উল্লেখিত মামলার পলাতক আসামীদের গ্রেফতার করার নিমিত্তে গত ২২(নভেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব ক্যাম্প, ভোলার নিকট অধিযাচনপত্র দাখিল করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব ক্যাম্প, ভোলা আসামীর অবস্থান সনাক্তপূর্বক র্যাব ক্যাম্প, ভোলা, সিপিএসসি, র্যাব-৮, বরিশাল এবং সিপিএসসি, র্যাব-০২, সিপিএসসি, বসিলা, মোহাম্মদপুর, ঢাকা এর র্যাবের একটি চৌকস আভিযানিক দল কর্তৃক দুঃসাহসিক এবং শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে উল্লেখিত আসামীকে ঢাকার মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যানের চন্দ্রীমা আ/এ এভিনিউ-২, সাংবাদিকের বাড়ির কোনা, বিল্লালের চা দোকানের সামনে হতে সুস্থ অবস্থায় গ্রেফতার করা হয়।
আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামীকে ভোলার লালমোহন থানার অফিসার ইনচার্জ বরাবর হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।