ইনস্ট্যান্ট মেসেজ আদান প্রদানের জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। সামাজিক যোগাযোগ মাধ্যমটি তাদের সিঙ্গেল চ্যাটে সম্প্রতি পোলিং বা জরিপ করার ফিচার চালু করেছে। এতোদিন এই সুবিধাটি কেবলমাত্র গ্রুপ চ্যাটেই পাওয়া যেত।
নতুন এই ফিচারের ফলে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে ওয়ান টু ওয়ান চ্যাটে পোলিং বা জরিপ করতে পারবেন। অ্যান্ড্রয়েড এবং আইওএসভিত্তিক অপারেটিং সিস্টেমের স্মার্টফোনেই এই সুবিধাটি পাওয়া যাবে।
তাহলে চলুন জেনে নেই হোয়াটসঅ্যাপে পোলিং চালু করার সহজ কৌশল
১। প্রথমে হোয়াটসঅ্যাপে প্রবেশ করে যার সঙ্গে পোলিং করতে চান তার মেসেজ উইন্ডো’তে প্রবেশ করুন।
২। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ‘অ্যাটাচ’ বাটনে আর আইওএস এর ক্ষেত্রে টেক্সট বক্স এর পাশে ‘প্লাস (+)’ আইকনে ক্লিক করুন।
৩। এরপরে নতুন আসা অপশনগুলো থেকে ‘পোলস’ নির্বাচন করুন।
৪। প্রশ্নের জন্য নির্ধারিত ঘরে প্রশ্ন এবং বিকল্প প্রশ্ন নির্বাচনের ঘরে বিকল্পগুলো যুক্ত করে দিন।
৫। সবশেষ সেন্ড বাটনে ক্লিক করুন।
এরআগে হোয়াটসঅ্যাপ বেশ কিছু পরিবর্তন এনেছে। যেমন গ্রুপ চ্যাটে সদস্য সংখ্যা বৃদ্ধি। এমনকি সদস্য সংখ্যা বৃদ্ধির ফলে অধিক নোটিফিকেশনের কারণে কেউ যেনো বিরক্ত না হোন সে জন্য অটো মিউট নামের একটি ফিচারও অবমুক্ত করেছে প্রতিষ্ঠানটি।
মেটা মালিকানাধীন এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি নিয়মিত তাদের ব্যবহারকারীর চাহিদা মতো আপডেট আনছে। এক জরিপে দেখা গেছে, দিনকে দিন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা বাড়ছেই।