কথায় আছে কয়লা ধুলে ময়লা যায় না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষেত্রে এ কথা যেন, অনেকটাই মিলে যায়। যেখানেই যান, যা-ই করেন, দেন বিতর্কের জন্ম। এবার শোনা গেল সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের টয়লেটে গিয়ে না কি অবাক কাণ্ড ঘটিয়েছেন নেতানিয়াহু।
নিজের স্মৃতিকথা আনলিশড-এ নেতানিয়াহুর করা সেই ঘটনার বর্ণনা করেছেন জনসন। এ ঘটনা ঘটেছিল ২০১৭ সালে। ওই সময় জনসন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। জনসনের অভিযোগ, তখন তার মন্ত্রণালয়ের ব্যক্তিগত বাথরুমে গিয়ে আড়িপাতার ডিভাইস লাগিয়েছিলেন নেতানিয়াহু।
জনসন বলেন, আমাদের মিটিংয়ের একপর্যায়ে টয়লেট ব্যবহারের অনুমতি চান নেতানিয়াহু। আড়িপাতার ডিভাইস আছে কি না, তা চেক করার সময় এ ধরনের একটি যন্ত্র বাথরুমে পাওয়া যায় বলে জানান জনসন। ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের এ ধরনের কাণ্ড ঘটানোর নজির রয়েছে।
এর আগে ২০১৮ সালে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ উঠেছিল। জানা যায়, তখন হোয়াইট হাউসের কাছে আড়িপাতার ডিভাইস লাগিয়েছিল মোসাদের কর্মকর্তারা। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তা শুনতেই এমনটা করেছিল ইসরায়েল।