ক্যানাডা প্রবাসী ব্যারিস্টার আলমগীর হুসাইন পিরোজপুর – ৩ মঠবাড়িয়া আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়তে চাওয়ার অভিমত ব্যক্ত করেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মঠবাড়িয়া ডাকবাংলোতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ব্যারিস্টার আলমগীর হুসাইন মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং তিনি দীর্ঘ ২৪ বছর ধরে ক্যানাডায় বসবাস করে আসছেন।
৫ আগষ্ট সরকার পদত্যাগের পরে তিনি ইতিমধ্যে মঠবাড়িয়া উপজেলা বিএনপির বিভিন্ন মতবিনিময় সভায় অংশগ্রহন করেন। ক্যানাডা প্রবাসী ব্যারিস্টার আলমগীর হুসাইন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, আমাকে পিরোজপুর – ৩ মঠবাড়িয়া আসন থেকে ধানের শীষ প্রতীকে দল মনোনয়ন দিলে এবং নির্বাচিত হলে মঠবাড়িয়া মানুষদের নিয়ে এই উপজেলাকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবো।
মঠবাড়িয়ায় সন্ত্রাস, চাঁদাবাজি, খাল অবৈধ দখল সহ বিভিন্ন অপরাধমূলক কাজ নির্মূল করবো। তিনি আরো বলেন, দেশ ১৯৭১ সালে পুরোপুরি ভাবে স্বাধীন হয়নি বরং ২০২৪ সালের ৫ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশ পুনরায় স্বাধীন হয়েছে। তিনি যদি ক্ষমতায় আসতে পারেন তাহলে রাষ্ট্র সংস্কারের কিছু দাবি রাখবেন বলে আশা করেন। তাছাড়া ও বিগত স্বৈরাচার সরকার দেশ থেকে অর্থ পাচার সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বর্তমান সরকারের কাছে বিচারের দাবি জানান।