রংপুরের মিঠাপুকুর উপজেলায় প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থা(এমপিএইসভিও)ও প্রত্যাশা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।এছাড়া প্রতিষ্ঠাতা ও পরিচালক শামীম রানার ৩০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার দুপুর বারোটায় উপজেলার পায়রাবন্দ ইউনিয়নে আব্দুছ সাত্তার মেমোরিয়াল আইডিয়াল স্কুলের ক্যাম্পাসে আয়োজন করেন প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থা।
আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুছ সাত্তার মেমোরিয়াল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মতিয়ার রহমান,প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক শ্রাবণী আক্তার সহ প্রমূখ।
আলোচনা সভায় প্রত্যাশা মানব কল্যাণ সংস্থার সদস্য ও আব্দুছ সাত্তার মেমোরিয়াল আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।