পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার ৪৫ নং হারজী নলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাউদখালী ইউনিয়নের সভাপতি আবু সাইদ মোঃ জসিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মঠবাড়িয়া উপজেলার আমির শরীফ মোঃ আঃ জলিল।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মঠবাড়িয়া উপজেলার সেক্রেটারী মাওঃ আফজাল হোসাইন, রাজনৈতিক ও নির্বাচন বিভাগীয় সম্পাদক আবুল কালাম আজাদ, আলহাজ্ব বেলায়েত হোসেন আকন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান সোলাইমান আকন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন মঠবাড়িয়া উপজেলার সাবেক সভাপতি সাংবাদিক আবুল বাশার, ইমাম সমিতির সাংগঠনিক সম্পাদক মাওঃ ইসমাইল হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টিকিকাটা ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, ঢাকা তুরাগ থানার সেক্রেটারি মহিবুল্লাহ বাচ্চু, ঢাকা শেরে বাংলা নগর থানার শিবির সেক্রেটারী হাফেজ ইঞ্জিনিয়ার মোঃ রাশেদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী দাউদখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সভাপতি মনজুরুল হক প্রমূখ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী দাউদখালী ইউনিয়নের কর্মী সমাবেশ পরিচালনা করেন মিরুখালী ইউনিয়নের রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়ক সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ।