বিমানবন্দরের রানওয়েতে একটি যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হয়েছে ফায়ার সার্ভিসের একটি গাড়ির। এতে নিহত হয়েছেন ২ জন এবং আহত হয়েছেন ৬১ জন।
শুক্রবার দক্ষিণ আমেরিকার দেশ পেরুর রাজধানী জোরগেজ চাভেজ আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে এই দুর্ঘটনা। বিমানবন্দর সূত্রে জানা গেছে পেরুর বিমান পরিষেবা সংস্থা লাতাম এয়ারলাইন্সের এলএ ২২১৩ বিমানটি রাজধানী থেকে জুলিয়াকা শহরের দিকে যাচ্ছিল। সে সময়েই এ দুর্ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভয়াবহ সংঘের্ষের সেই ভিডিওটি টুইট করা হয়েছে। সেখানে উড়োজাহাজ ও ফায়ার সার্ভিস গাড়ির মুখোমুখি সংঘর্ষ এবং তার ফলে বিমানের পেছনের অংশ আগুন ধরে যায়। টুইট করা ভিডিওতে বিমানের পেছন থেকে বের হওয়া কালো ধোঁয়ার কুন্ডলির দৃশ্য ধরা পড়েছে। সেই সঙ্গে দেখা গেছে, ওই অবস্থায় দমকলের গাড়ি সহ বিমানটি রানওয়ে ধরে বেশ কিছুটা এগিয়ে থেমে যায়।
দুর্ঘটনার পর দুমড়ে মুচড়ে গেছে ফায়ার সার্ভিসের সেই গাড়িটি।
পেরুর স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই ঘটনায় গাড়িতে থাকা দুই ফায়ার সার্ভিসকর্মী ঘটনাস্থলেই নিহত হন এবং আহত হন বিমানের ৬১ জন যাত্রী। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।