এ মুহূর্তে বিনোদন জগতের পরিস্থিতি খুব একটা ভালো না। তাই পুরোনো সিনেমা মুক্তির হিড়িক পড়েছে বলিউডে। যদিও বলিউডে নতুন সিনেমা প্রতি সপ্তাহেই মুক্তি পাচ্ছে।
অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সিনেমা গত সপ্তাহে মুক্তি পেয়েছে। শ্রদ্ধার ‘স্ত্রী-২’ দারুণ ব্যবসা করছে। অন্যদিকে অন্যদিকে অক্ষয় কুমার অভিনীত সিনেমাটি বক্স অভিসে মুখ থুবড়ে পড়েছে।
চলতি সপ্তাহে নতুন কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না। এর সুবাদেই পুরোনো সিনেমা নতুন করে প্রেক্ষাগৃহে মুক্তি দিচ্ছেন সংশ্লিষ্টরা। এ তালিকায় আছে ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অব ওয়াসিপুর’ নতুন করে মুক্তি দিচ্ছেন অনুরাগ।
নতুন করে মুক্তির তালিকায় আছে— ২০০১ সালে মুক্তি পাওয়া মাধবান ও দিয়া মির্জার আইকনিক রোমান্টিক সিনেমা ‘রেহনা হ্যায় তেরে দিল ম্যায়’। ২০১৮ সালে মুক্তি পাওয়া দুর্দান্ত ভয়ের সিনেমা ‘তুমবাদ’। ২০০৩ সালে মুক্তি পাওয়া কন্নড় সিনেমা ‘কারিয়া’। ২০২২ সালে মুক্তি পাওয়া রোহিত শেঠির ‘কান্তারা’।
ভারতীয় গণমাধ্যম সূত্রমতে জানা গেছে, ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘লায়লা মজনু’ ও রণবীর কাপুরের ২০১১ সালের হিট সিনেমা ‘রকস্টার’, ‘লাভ আজকাল’, আমির খানের ‘দঙ্গল’, ‘গোলমাল রিটার্নস’, ‘রাজা বাবু’ সম্প্রতি বড়পর্দায় নতুন করে মুক্তি পেয়েছে।