ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমে অ্যাভন নদীর তীরবর্তী ব্রিস্টল শহরের ইস্ট ভিল এলাকায় গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিলের (জিএসসি) জাতীয় কার্যনির্বাহী (এনইসি) পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় রোববার (১৩ নভেম্বর) ব্রিস্টল শহরের ইস্ট ভিল এলাকার একটি হলে সভাটি অনুষ্ঠিত হয়। জিএসসির কেন্দ্রীয় চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান এতে সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় সেক্রেটারি খসরু খানের পরিচালনায় অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সদস্যরা অংশগ্রহণ করেন।
সংগঠনের নীতি-নির্ধারণী সভায় ব্যাপক আলোচনার পর আগের কার্যক্রমের অনুমোদন করে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে—ঈদ স্মাইল প্রজেক্ট, নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রশিক্ষণ ও বিতরণ করা।
তাছাড়া সভায় সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলন আগামী ২৯ জানুয়ারি সম্পন্ন করার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী নমিনেশন দাখিলের শেষ দিন ১১ ডিসেম্বর বিকেল ৫টা ও প্রত্যাহারের তারিখ ১৮ ডিসেম্বর বিকেল ৫টা ধার্য করা হয়।
সভায় আলোচনায় অংশ নেন সংগঠনের চ্যারিটি কো-অর্ডিনেটর এবং সাবেক চেয়ারপার্সন মনসব আলী জেপি, ট্রেজারার সালেহ আহমদ, কেন্দ্রীয় সহ-সভাপতি মির্জা আছাব বেগ, আশরাফ আহমেদ, আবুল কালাম ফজলুল করিম চৌধুরী, সুফি সুহেল আহমদ, মুহিব উদ্দিন চৌধুরী, কাইয়ূম খান ফয়সল, আবদুল মালিক কুটি, নজরুল ইসলাম, জসিম উদ্দিন ও মোহাম্মদ কয়ছর মিয়া ।
সভায় বক্তব্য রাখেন—জিএসসির কেন্দ্রীয় ভাইস চেয়ারপার্সন মির্জা আছাব বেগ ও হোস্ট রিজিয়নের চেয়ারপার্সন সৈয়দ আখলাকুল আম্বিয়া রাবেল। সভার শেষ পর্বে সংগঠনের সংশ্লিষ্ট মৃত্যুবরণকারীদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এছাড়া বর্তমান পৃথিবীর সুখ-সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।
১৯৯৩ সালে ইংল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডের ১২টি রিজিয়ন এবং ১৪টি ব্রাঞ্চ নিয়ে জিএসসি গঠিত হয়। এটি যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশিদের বৃহত্তম সামাজিক সংগঠন ও আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা।