সৃষ্টিকর্তা যদি কাউকে বাঁচিয়ে রাখতে চান তাহলে কি কারও সাধ্য আছে সেটি পরিবর্তন করার? কারও নেই। তেমনই একটি ঘটনা ঘটেছে ইউরোপের দেশ সুইজারল্যান্ডে। দেশটির একটি কারখানায় ৭২০ ডিক্রি সেলসিয়াস উত্তপ্ত তরল অ্যালুমিনিয়ামের টাবে পড়েও সৃষ্টিকর্তার অলৌকিকতায় বেঁচে গেছেন এক বিদ্যুৎ শ্রমিক। খবর এনডিটিভির।
গত বুধবার সুইজারল্যান্ডের উত্তর-পূর্ব সেন্ট গ্যালেন নামক একটি স্থানে এ ঘটনা ঘটে। যে কারখানাটিতে দুর্ঘটনা ঘটেছে সেই কারখানার কর্তৃপক্ষ ফেসবুক পোস্টে জানিয়েছে, দুইজন বিদ্যুৎ শ্রমিক একটি চুল্লিতে কাজ করতে এসেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত চুল্লির একটি খোলা অংশ দিয়ে ৭২০ ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত অ্যালুমিনিয়ামের টাবে পড়ে যান ২৫ বছর বয়সী এক শ্রমিক।
স্থানীয় পুলিশের বরাতে যুক্তরাজ্যের এক্সপ্রেস নিউজ পোর্টাল জানিয়েছে, দুর্ঘটনার শিকার সেই শ্রমিকের দেহের অনেকাংশ পুড়ে গেছে। তারা আরও জানিয়েছে, দুর্ঘটনার শিকার শ্রমিক চুল্লির ওপরে কাজ করছিলেন । হঠাৎ করেই তিনি সেখান থেকে নিচে পড়ে যান। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশ আরও জানিয়েছে, উত্তপ্ত তরল অ্যালুমিনিয়ামের ভেতর ওই শ্রমিকের শরীরের হাটুর অংশ পর্যন্ত নিমজ্জিত হয়ে গিয়েছিল। কিন্তু তবুও তিনি নিজেই নিজেকে বের করে নিয়ে আসতে সমর্থ হন।
এরপর স্বাস্থ্যকর্মীদের জরুরিভিত্তিতে ডাকা হয়। তারা এসে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওই শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে দ্রুত হাসপাতালে নিয়ে যান। দেহের বিভিন্ন অংশ মারাত্মকভাবে পুড়ে গেলেও তিনি পুরোপুরি সেরে ওঠবেন বলে আশা করছেন ডাক্তাররা। পুলিশ এখন এটি তদন্ত করে দুর্ঘটনার আসল কারণ খুঁজে বের করার চেষ্টা করছে।