বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ড. শাহিদুর রহমান বাবু বলেন, ডিপ্লোমা ডাক্তাররা প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে চিকিৎসা সেবা দিয়ে থাকে। আমাদের সমপর্যায়ের ডাক্তারের পদোন্নতি, উচ্চশিক্ষার ব্যবস্থা আছে। কিন্তু আমাদের সে ব্যবস্থা নেই। কারণ স্বাস্থ্য অধিদপ্তর তাদের সংকীর্ণ মানসিকতার জন্য বছরের পর বছর আমাদের ফাইল আটকে রেখেছে।
তিনি আরও বলেন, আমাদের ১০ গ্রেডের ফাইল আটকে রেখে তারা সরকারের নির্দেশনাকে অমান্য করছে। গত এক যুগ যাবত ডিপ্লোমা ডাক্তারদের নিয়োগের ব্যবস্থা করা হয়নি। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
আজ (শুক্রবার) প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে দাঁড়িয়ে এসব কথো বলেন তিনি। বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন থেকে এসোসিয়েশনের পক্ষে বেশ কিছু দাবিও তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে-
• ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মতো পদন্নোতি ও উচ্চশিক্ষা বিষয়ে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন।
• স্বাস্থ্য অধিদপ্তরসহ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিয়োগ দ্রুত বাস্তবায়ন করে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ও পরিবার পরিকল্পনা নিশ্চিত করতে হবে।
• ২০১০ সালের BMDac Act এর ২৯/২ ধারা সংশোধন।
• স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের দীর্ঘদিন ঝুলিয়ে রাখা সিলেকশন গ্রেড বাস্তবায়ন করতে হবে।
• মানহীন বেসরকারি ম্যাটস বন্ধ করতে হবে।
• পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পেনশন জটিলতার বঞ্চনার অবসান ঘটাতে হবে।