যেসব পুলিশ সদস্য এখনো কাজে যোগ দেয়নি তাদের বিষয়ে আমরা একটি সময় বেঁধে দেব। এই সময়ের মধ্যে তারা যোগ না দিলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন।
আজ বোববার (১১ আগস্ট) রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজখবর নেওয়া শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পুলিশের একটি গ্রুপ গত ১৫ বছরে দলীয় বাহিনী হিসেবে ব্যবহৃত হয়েছে। আপনার নির্দেশনা না মেনে কর্মস্থলে যোগ দেয়নি, বিদ্রোহের ঘোষণা দিয়েছেন।
তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা সচিবালয়ে যাব। আলোচনা করে একটি তারিখ ঘোষণা করব। এই তারিখের মধ্যে যদি পুলিশ সদস্যরা যদি না আসেন আমরা ধরে নেব, দে আর ডেজার্টার’। আমরা কাছে অনেক মেকানিজম আছে। তাৎক্ষণিকভাবে এই ঘাটতি পূরণ করার অনেক মেকানিজম আছে। আমি এখনই এটা প্রকাশ করতে চাই না। আগামী সাত দিনের মধ্যে দেখবেন প্রশিক্ষিত পুলিশ চলে এসেছে।