চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে।
আজিজুর রহমান গত রোববার (৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনকে ঘিরে নিউমার্কেট চত্বরে সংঘটিত সংঘর্ষের সময় আহত হন। পরে চট্টগ্রাম নগরীর মেডিকেল সেন্টার হাসপাতালে ভর্তি হন। সরকার পতনের পর তিনি হাসপাতাল ছাড়েন এবং সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা ওমরাহ ভিসা নিয়ে সৌদি আরব যাওয়ার সময় গতকাল (বুধবার) বিকেলে তাকে আটক করা হয়। পরে তাকে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হয়। সূত্র জানিয়েছে, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ গতকাল বিকেলে সৌদি আরব যাওয়ার জন্য চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে যান। সেখানে ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলেন তিনি। এই সময় বিমান বন্দর নিরাপত্তা বিভাগের কর্মীরা তাকে আটক করে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করেন।