পুলিশের কর্মবিরতি অব্যাহত থাকায় পটুয়াখালীতে আজও রাস্তায় কোন ট্রাফিক পুলিশ দায়িত্ব পালনে অনুপস্থিত থাকায় সড়ক সমূহে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন আনসার ব্যাটালিয়নের সদস্যদের পাশাপাশি ইসলামি ছাত্র আন্দোলনের স্বেচ্ছ্বাসেবক কর্মীরা।
আজ বুধবার সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলিতে ট্রাফিক জ্যাম এড়াতে আনসার ব্যাটালিয়ানসহ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবকরা রাস্তার মোড়গুলিতে দাড়িয়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেন।
শহরের সবচেয়ে গুরুত্বপূর্ন চৌরাস্তা এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রনের দায়িত্ব পালনকারী ইসলামী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবক মো. ইয়ামীন জানান, শহরের বিভিন্ন পয়েন্টে তাদের ৫০ জন কর্মী দায়িত্ব পালন করছেন। এছাড়াও শহরের নিউমার্কেট, সোনালীব্যাংক চত্বর, বাধঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে বর্তমানে অনসার ব্যাটালিয়ান সদস্যদের পাশাপাশি ইসলামী শাসনতন্ত্র অন্দোলন ও ই.ছাত্র আন্দোলনের স্বেচ্ছ্বাসেবক কর্মীরা।