পটুয়াখালীতে নারী কোটা সুরক্ষায় সম্মিলিত নারী সমাজের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে ‘ উন্নয়নের অগ্রযাত্রায় দেশ যখন স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখন সাধারণ ছাত্র-ছাত্রীদের নিয়ে কোটা আন্দোলনের নামে একটি গোষ্ঠী দেশে অস্থিতিশীলতা, বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নারী সমাজের প্রতিবাদ’ লেখা ব্যানার নিয়ে সম্মিলিত নারী সমাজের মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কাজী কানিজ সুলতানা হেলেন। আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান খান, শ্রম বিষয়ক সম্পাদক এ্যাড. মো. শাহীন প্রমুখ।
মানববন্ধন শেষে তিন শতাধিক নারী শহরে এক বিক্ষোভ মিছিল শুরু করে লঞ্চঘাট চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক মহিলা এমপি ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কাজী কানিজ সুলতানা।