আয়েশা হাফিজ ফাউন্ডেশনের উদ্যোগে পটুয়াখালী সরকারি শিশু পরিবার (বালিকা) শিশু পার্কে হয়ে গেলো আনন্দ ভ্রমণ ও ফল উৎসব-২০২৪।
আজ রোববার (১৫ জুলাই) বিকেলে শেখ রাসেল শিশু পার্কে এই উৎসবের আয়োজন করা হয়েছে। পার্কের ট্রেন, দোলনাসহ নানান সব রাইডে পুরো বিকেলজুড়ে আনন্দে মেতেছিলো শিশুরা। পরে অন্তত দেশীয় ১২টি ফল ও উন্নত মানের চকলেট ভোজনের মধ্যে দিয়ে পূর্ণতা পায় উৎসব আয়োজন।
এসময় জেলা পরিষদের চেয়ারম্যান ও আয়েশা হাফিজ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক এড. হাফিজুর রহমান, চেয়ারম্যানের সহধর্মিণী ও ফাউন্ডেশনের কর্ণধার আয়েশা হুমায়রা, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক শিলা রাণী দাস, শিশু পরিবারের তত্বাবধায়ক শাফিনাজ শারমীনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ফল উৎসবে নানা জাতের আম, জাম, কাঠাল, আমড়া, পেয়ারা, গাব, লটকন, জাম্বুরা, ঢেউয়া, ড্রাগন ও কলাসহ বিভিন্ন ফল দিয়ে শিশুদের আপ্যায়ন করা হয় এবং নিয়মিত দেশী ফল খাওয়ার জন্য উৎসাহ দেওয়া হয়।