দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও হল বন্ধের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।
বুধবার বিকাল সাড়ে ৩টায় ক্যাম্পাসের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করেন কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের জিয়া মোড় হয়ে বিভিন্ন হলের সামনে দিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়।
মিছিলটি জিয়া মোড়ে পৌঁছালে শাখা ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর করেন বিক্ষোভকারীরা। পরে বিকেল সোয়া ৪টার দিকে তারা হল খুলে দেওয়ার জন্য উপাচার্যকে আধা ঘণ্টার আল্টিমেটাম দেন। আধঘণ্টা পর বিকাল পৌঁনে ৫টায় তারা আবারো মিছিল নিয়ে বটতলা প্রাঙ্গণে অবস্থান নেন। এ সময় কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
পরে সন্ধ্যা ৬টায় আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে বৈঠকে বসে। এ সময় তারা তিন দফা দাবি জানান। দাবিগুলো হলো- আবাসিক হলসমূহ খুলে দেওয়া, আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত ও রাজনীতিমুক্ত ক্যাম্পাস।
সন্ধ্যা ৭টার দিকে তারা বৃহস্পতিবার সকালের মধ্যে উপাচার্যকে হল খুলে দেওয়ার আল্টিমেটাম দিয়ে কর্মসূচি শেষ করেন।
উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, সরকারি সিদ্ধান্তের আলোকে হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত পরিবর্তনটাও সময়সাপেক্ষ ব্যাপার। আমরা এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেব।