ভুক্তভোগী, নূরমোহাম্মদ পঞ্চগড় জেলার দেবিগঞ্জ থানার,১০ নং চেংঠী হাজরা ডাঙ্গা ইউনিয়নের, ৩ নং ওয়ার্ডের হরনারায়নী পাড়ার বাসিন্দা,
এর বক্তব্য হলো যে, এই
জমি আমার ৩৫ সম্পত্তি,আমার জায়গাতে আমি বাসা নির্মাণ করিতেছি,দীর্ঘ ৫০ বছর থেকে এখানেই আমার বাসা ছিল, আগে আমার টিনের ঘর ছিলো,উক্ত জায়গায় আমি আবার নতুন করে ঘর নির্মাণ করতে গেলে, মুক্তিযোদ্ধা পরিচয়ধারি মোহাম্মদ তৈমুজ আলী, এবং তার পরিবার-পরিজন সহ,ঘর নির্মাণে বিভিন্ন বাধা-বিপত্তি,সৃষ্টি করিতেছিল এবং প্রানে মেরে ফেলার দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে যাচ্ছে।পরে ভুক্তভোগী নিরুপায় হয়ে প্রাণের ভয়ে ইউনিয়ন পরিষদের দ্বারস্থ হয়।
এবং সীমানা নির্ধারণের জন্য ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দেয়।ইউনিয়ন পরিষদে অভিযোগ দেয়ার পরে ইউনিয়ন পরিষদ বিভিন্ন সময় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সীমানা নির্ধারণ করতে আসলেও,মুক্তিযোদ্ধা পরিবার বার বার সময় নেয়,এভাবে ৪ থেকে ৫ মাস গত হয়। পরে চেয়ারম্যান ও মেম্বারসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ দুই পক্ষের কাগজপত্র যাচাই বাছাই করে,পরিষদের মাধ্যমে আমিন,দিয়ে সীমানা নির্ধারণ করে দিয়ে যায়।
সীমানার খুটি মুক্তিযোদ্ধানামধারী পরিবার রাতের আধারে উঠাইয়া ফেলে। চেয়ারম্যান মেম্বারসহ ভুক্তভোগী পরিবারের নামে বিভিন্নভাবে মিথ্যা অপপ্রচার শুরু করে।পরে ভুক্তভোগী পরিবার নিজের জমিতে বাড়ি নির্মাণ করতে গেলে বার বার পুলিশ দিয়ে হুমকিধামকি দিয়ে আসিতেছে, এমতা অবস্থায় ভুক্তভোগী প্রানসংসয়ের ভয়ে আছে। এবং মুক্তিযোদ্ধা নামধারী পরিবার প্রতিনিয়ত চেয়ারম্যান মেম্বার সহ ভক্তভোগী পরিবার কে প্রতিনিয়ত হয়রানি করে যাচ্ছে।
ভুক্তভোগী,নূরমোহাম্মদ এই অন্যায়ের সুষ্ঠু বিচার দাবি করেছেন।