বগুড়ার বনানীতে যাত্রীবাহী বাসের সাথে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও সাতজন।
৮ জুলাই দিনগত রাত আনুমানিক পৌনে চার টার দিকে বগুড়া শহরের বনানী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিরাজগঞ্জের কাজিপুরের জামাল হোসেন, শামীম হোসেন, বরিশালের হিজলা এলাকার হৃদয় এবং অজ্ঞাত এক নারী। নিহতদের লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মিলাদুন্নবী এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, সোমবার দিনগত রাত ৩টা ৪০মিনিটের দিকে ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কার্ভার্ডভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাত এক মহিলার মৃত্যু হয়। পরে আহতের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শামীম নামে আরও একজন মারা যান। এরপর চিকিৎসাধীন অবস্থায় জামাল নামে আরও একজনের মৃত্যু হয়। তিনি বলেন, ‘দুর্ঘটনায় মারা যাওয়া চারজনের লাশ মর্গে রাখা হয়েছে। বাকি আহত ৯ জনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পরে আটজন আহতের মধ্যে আরও একজন মারা যান। বাকি সাতজন বিভিন্ন বিভাগে চিকিৎসা নিতে ভর্তি হয়েছে।
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় যাত্রীবাহী বাসের সাথে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত
- সুব্রত ঘোষ, বগুড়াঃ
- আপডেট সময় ১১:৩০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
- ৫৬০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ