ঢাকার ধামরাইয়ে তীব্র গরমের মধ্যে রথযাত্রা উৎসবে আসা ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে পানি বিতরণ করেছে যুবলীগ।
রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রথযাত্রার পথে পথে পানি বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, অতিরিক্ত গরমে হাসফাস অবস্থায় ভক্ত দর্শনার্থীদের একটু প্রশান্তির জন্য প্রায় তিন হাজার বোতল বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
রথযাত্রা উপলক্ষে ধামরাই বাজার এলাকায় সব দোকানপাট বন্ধ রাখা হয়। এতে বিপাকে পড়েন অনেকেই। এরমধ্যে পানি পেয়ে উচ্ছ্বসিত তারা।
রত্না দাস নামে এক নারী বলেন, কোনো দোকানপাট খোলা ছিল না। পানি খুঁজে পাচ্ছিলাম না। এরমধ্যে যুবলীগের দাদারা বিনামূল্যে পানি দিল।
পানি বিতরণ করা ঢাকা জেলা যুবলীগের সদস্য জাকারিয়া দিপু বলেন, রথযাত্রা উৎসব ধামরাইয়ের ইতিহাস ঐতিহ্যের অংশ। প্রতি বছর এ উৎসবে দেশ বিদেশের হাজারো মানুষ যোগ দেন।
তিনি বলেন, তীব্র গরমে ভক্ত ও দর্শনার্থীদের কথা মাথায় রেখে যুবলীগের পক্ষ থেকে এই পানি বিতরণ করা হয়। সামনেও যুবলীগ এমন কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে জানান তিনি।