বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পায়রা নদীর তীরে ছোনবুনিয়ার চড়ে আটকে পড়েছে মাথাবিহীন অর্ধগলিত শেষের অংশ বিশেষ। তিমি মাছটি দেখার জন্য স্থানীয় অসংখ্য মানুষ ভিড় করেছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. ইউনুস মৃধা জানান, রোববার রাতে জোয়ারের পানিতে মৃত তিমি মাছের দেহটি ভেসে এসে ছইলা গাছের মধ্য আটকে যায়। মাছটির যে অংশটুকু ভেসে এসেছে তার আয়তন কমপক্ষে ২০ ফুটের বেশি রয়েছে।
এ ব্যাপারে বরগুনা থানার ওসি আবুল কাশেম মো. মিজানুর রহমান বলেন, পায়রা নদীর তীরবর্তী ছোনবুনিয়ার চড়ে অর্ধগলিত তিমি মাছের দেহ ভেসে এসেছে। ঘটনাস্থলে বাবুগঞ্জ ফাঁড়ির ইনচার্জসহ পুলিশ পাঠানো হয়েছে। তিনি বিস্তারিত তথ্য জানাবেন।