ময়মনসিংহের মুক্তাগাছায় সাবেক শ্বশুরবাড়ির কাঁঠালগাছে ঝুলে থাকা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বড়গ্রাম ইউনিয়নের কাতলসার গ্রামে শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে কামরুল ইসলাম ওরফে নাসির (২৯) নামের ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে মুক্তাগাছা পুলিশ।
মৃত কামরুল ইসলাম ওরফে নাসির (২৫) উপজেলার দুল্লা ইউনিয়নের কেশবপুর গ্রামের কুলি আকবরের ছেলে। কামরুলের সংসারে ৩ বছরের এক ছেলে সন্তান রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের কারণে ১ মাস আগে নাসির ও স্ত্রী রিয়ার ছাড়াছাড়ি হয়ে যায়। ছেলে রিফাতকে নিয়ে বাবা-মায়ের বাড়িতে বসবাস করতেন অনিমা আক্তার রিয়া (২১)। শনিবার রাতে তার সন্তান রিফাত ও তার স্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন নাসির।
স্ত্রী ও সন্তান তার সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে অভিমান করে শ্বশুরবাড়ির পাশের একটি কাঁঠালগাছে মই বেয়ে উঠে গাছের মগডালের সঙ্গে রশি লাগিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন নাসির।
এ প্রসঙ্গে থানার ওসি ফারুক আহম্মেদ যুগান্তরকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন নাসির। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।