লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। আজ রবিবার (৩০ জুন) দুপুর ১২ টায় রামগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল খায়ের পাটোয়ারী ১১১ কোটি ৬২ লাখ ৬৪ হাজার ৪৪ টাকার বাজেট ঘোষণা করেন।
বাজেটে আয় ধরা হয়েছে ১০৭ কোটি ৮২ লাখ ৬৪ হাজার ৪৪ টাকা। ব্যয় ধরা হয়েছে ১০৪ কোটি ২৭ লাখ ৩৭ হাজার ৬৪৪ টাকা। এতে প্রারম্ভিক মজুদ ৩কোটি ৮০ লাখ ও সমার্পনী স্থিতি রাখা হয়েছে ৭ কোটি ৩৪ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা।
অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন হেলালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলরগন, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলরগন, পরিষদের কর্মকর্তা ও কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মিডিয়া কর্মীগণ।