মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামে মসজিদ ও মাদ্রাসার নামে ওয়াকফকৃত প্রায় ৩ একর ৭৭ শতাংশ সম্পত্তি হঠাৎ ৭৮ বছর পর অবৈধ দখলের চেষ্টার প্রতিবাদে গ্রামবাসীর বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।
২৮ জুন জুমার নামাজের পর মুসল্লিরা মনসুর মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসার সামনে বিক্ষোভ ও মানববন্ধন কমসূচি পালন করে।
মাদ্রাসার গভর্নিংবডির সদস্য ও মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন সহ-সভাপতি সাতির মিয়া, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জহির, সহ-সভাপতি হারুন মিয়া, সদস্য আব্দুল মোহিত বাবলুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাতির মিয়া বলেন, ভূমি দস্যু আকদ্দছ আলীর মূলবাড়ী জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বটুলি গ্রামে। সে আমাদের মসজিদ ও মাদ্রাসার নামে ওয়াকফকৃত প্রায় ৩ একর ৭৭ শতাংশ সম্পত্তি অবৈধ দখলের চেষ্টায় লিপ্ত। ১৯৪৬ সালে কটু মিয়া, মজর উদ্দিন, আবজা বিবি এই তিনজন তাদের ইহকালীন ও পরকালীন কল্যাণ মুক্তির জন্য দলিলমূলে ওয়াকফে লিল্লাহ করে যান। দলিলে উল্লেখ করা হয়, এই দলিল পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন ও সংযোজন করা যাবে না। এই সম্পত্তির মালিকানা কখনো কেউ দাবি করতে পারবে না। অথচ আজ ভূমি দস্যু আকদ্দছ আলী এই সম্পত্তি তার মৌরশী স্বত্ব দাবি করছে।