বৃহস্পতিবার (২৭ জুন) চৌদ্দগ্রাম পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র ও চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জিএম মীর হোসেন মীরু।
এসময় মেয়র ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত ৬৮ কোটি ৫২ লক্ষ ১২ হাজার ছয়শত ছিয়ানব্বই টাকার বাজেট তুলে ধরেন। এ বাজেটে পৌর এলাকায় পানি সরবরাহ করণের লক্ষ্যে ২টি পাম্প স্থাপন। স্বাস্থ্য ও পয়ঃ নিস্কাশন। ডাম্পিং স্টেশনের জন্য জমি অধিগ্রহন। পৌর মার্কেট নির্মাণ। রাস্তা নির্মাণ/ উন্নয়ন খাতে আগামী ২০২৪-২৫ অর্থ বছরে ১০ কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য পরিকল্পনা গ্রহণ ।
চৌদ্দগ্রাম পৌর এলাকায় বর্তমানে ৫২৩ বৈদ্যুতিক সড়ক বাতি পয়েন্ট রয়েছে এবং ১৮০ টি সোলার প্যানেল পোল রয়েছে। আগামী ২০২৪-২৫ অর্থ বছরে ১৭.৫ কিলোমিটার রাস্তায় আরোও ৭০০ টি বাতি পোল স্থাপন করা হবে। এবং মডেল পৌরসভা প্রতিষ্ঠা করার পরিকল্পনা বিষয়টি তিনি বাজেট ঘোষণায় উল্লেখ করেন।