ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হোয়াইট হাউসে হামলার চেষ্টার দায়ে ভারতীয় নাগরিকের কারাদণ্ড হরতালের নামে বিশৃঙ্খলার চেষ্টা, আ.লীগ নেতা শিকদার গ্রেপ্তার হঠাৎ পদত্যাগ করলেন টাইগারদের সহকারী কোচ দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড মাহফিলে প্রথমবার আলোচনা করলেন হাসনাত আব্দুল্লাহ শিগগিরই আরও ১৪ জনকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হচ্ছে ওষুধ-পোশাকসহ নিত্যপণ্যের ভ্যাট রিভিউ হচ্ছে: অর্থ উপদেষ্টাX তামিমের ফিফটিতে ঢাকাকে সহজেই হারাল বরিশাল অবশেষে প্রধান উপদেষ্টার ডাকা সর্বদলীয় বৈঠকে অংশ নিচ্ছে বিএনপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়মুখী পাহাড়ি ছাত্র-জনতার মিছিলে জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের

চারঘাটে নির্মাণ হচ্ছে মুজিব কিল্লা, বন্যায় আশ্রয় মিলবে হাজারও মানুষের

পদ্মা-বড়াল বিধৌত রাজশাহীর চারঘাটে নির্মিত হচ্ছে মুজিব কিল্লা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার চারঘাট ইউনিয়নের রাওথা কলেজ প্রাঙ্গণে নির্মিত হচ্ছে তিনতলাবিশিষ্ট মূল ভবন ও একতলাবিশিষ্ট একটি ক্যাটেলশেড।

এতে দুর্যোগকালীন বা দুর্যোগপরবর্তী অস্থায়ী সেবাকেন্দ্র হিসেবে সেবা নিতে পারবে উপজেলার প্রায় কয়েক হাজার মানুষ ও গৃহপালিত পশু।

সরেজমিন গিয়ে দেখা যায়, মুজিব কিল্লার প্রায় ৭ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ৭ হাজার ৬০০ স্কয়ার ফুট একটি ক্যাটলশেড ও ১৩ হাজার স্কয়ার ফুট তিনতলাবিশিষ্ট একটি মূল ভবন নির্মাণকাজ চলমান রয়েছে, যার নির্মাণকাজ সম্পন্ন হবে ২০২৫ সালের নভেম্বর মাসে। নির্মাণকাজ পরিচালনা করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রুমানা এন্টারপ্রাইজ।

নদীতীরবর্তী এলাকাবাসী জানান, বন্যা অথবা নদীভাঙন হলে অন্ততপক্ষে এই মুজিব কিল্লায় আশ্রয় নিতে পারবেন।

উপজেলার পদ্মা বিধৌত নদীতীরবর্তীর বন্যাকবলিত এলাকা পিরোজপুর, চন্দনশহর, গোপালপুর, রাওথা, বাখরাবাদ, মোক্তারপুর, শ্যামপুর, ইউসুফপুর, টাঙনের বন্যাকবলিত এলাকার লোকজন, গবাদিপশুসহ নির্মাণাধীন মুজিব কিল্লা শতভাগ ব্যবহার করবে।

এ ছাড়া স্থানীয় কর্তৃপক্ষ ও জনগণের সমন্বয়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজনে ব্যবহার করতে পারবে বলে জানিয়েছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এএসএম শামীম আহম্মেদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম বলেন, চলমান মুজিব কিল্লার কাজ দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে। উপজেলাবাসীর দুর্যোগ থেকে জীবন বাঁচাতে ও গৃহপালিত পশুপাখির আশ্রয়স্থল হিসেবে ভরসা পাবে নির্মাণাধীন এ মুজিব কিল্লা।

উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদুল হাসান (মামুন) বলেন, পদ্মা ও বড়ালপাড়ের বন্যাকবলিত মানুষের কথা বিবেচনা করে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় এমপি শাহরিয়ার আলমের প্রচেষ্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপজেলায় মুজিব কিল্লা নির্মাণে বরাদ্দ দিয়েছেন।

মুজিব কিল্লার নির্মাণকাজ শেষ হলে বন্যাকবলিত এলাকাবাসীর পাশাপাশি অত্র কলেজের শিক্ষার্থীরাও শিক্ষার সুন্দর পরিবেশ পাবে বলে তিনি জানিয়েছেন।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হোয়াইট হাউসে হামলার চেষ্টার দায়ে ভারতীয় নাগরিকের কারাদণ্ড

চারঘাটে নির্মাণ হচ্ছে মুজিব কিল্লা, বন্যায় আশ্রয় মিলবে হাজারও মানুষের

আপডেট সময় ১২:১৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪

পদ্মা-বড়াল বিধৌত রাজশাহীর চারঘাটে নির্মিত হচ্ছে মুজিব কিল্লা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার চারঘাট ইউনিয়নের রাওথা কলেজ প্রাঙ্গণে নির্মিত হচ্ছে তিনতলাবিশিষ্ট মূল ভবন ও একতলাবিশিষ্ট একটি ক্যাটেলশেড।

এতে দুর্যোগকালীন বা দুর্যোগপরবর্তী অস্থায়ী সেবাকেন্দ্র হিসেবে সেবা নিতে পারবে উপজেলার প্রায় কয়েক হাজার মানুষ ও গৃহপালিত পশু।

সরেজমিন গিয়ে দেখা যায়, মুজিব কিল্লার প্রায় ৭ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ৭ হাজার ৬০০ স্কয়ার ফুট একটি ক্যাটলশেড ও ১৩ হাজার স্কয়ার ফুট তিনতলাবিশিষ্ট একটি মূল ভবন নির্মাণকাজ চলমান রয়েছে, যার নির্মাণকাজ সম্পন্ন হবে ২০২৫ সালের নভেম্বর মাসে। নির্মাণকাজ পরিচালনা করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রুমানা এন্টারপ্রাইজ।

নদীতীরবর্তী এলাকাবাসী জানান, বন্যা অথবা নদীভাঙন হলে অন্ততপক্ষে এই মুজিব কিল্লায় আশ্রয় নিতে পারবেন।

উপজেলার পদ্মা বিধৌত নদীতীরবর্তীর বন্যাকবলিত এলাকা পিরোজপুর, চন্দনশহর, গোপালপুর, রাওথা, বাখরাবাদ, মোক্তারপুর, শ্যামপুর, ইউসুফপুর, টাঙনের বন্যাকবলিত এলাকার লোকজন, গবাদিপশুসহ নির্মাণাধীন মুজিব কিল্লা শতভাগ ব্যবহার করবে।

এ ছাড়া স্থানীয় কর্তৃপক্ষ ও জনগণের সমন্বয়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজনে ব্যবহার করতে পারবে বলে জানিয়েছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এএসএম শামীম আহম্মেদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম বলেন, চলমান মুজিব কিল্লার কাজ দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে। উপজেলাবাসীর দুর্যোগ থেকে জীবন বাঁচাতে ও গৃহপালিত পশুপাখির আশ্রয়স্থল হিসেবে ভরসা পাবে নির্মাণাধীন এ মুজিব কিল্লা।

উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদুল হাসান (মামুন) বলেন, পদ্মা ও বড়ালপাড়ের বন্যাকবলিত মানুষের কথা বিবেচনা করে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় এমপি শাহরিয়ার আলমের প্রচেষ্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপজেলায় মুজিব কিল্লা নির্মাণে বরাদ্দ দিয়েছেন।

মুজিব কিল্লার নির্মাণকাজ শেষ হলে বন্যাকবলিত এলাকাবাসীর পাশাপাশি অত্র কলেজের শিক্ষার্থীরাও শিক্ষার সুন্দর পরিবেশ পাবে বলে তিনি জানিয়েছেন।