রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ৩ নং পায়রাবন্দ ইউনিয়নের ১৮ কোটা গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে আয়েশা খাতুন (৯) ও একই গ্রামের মোঃ মুকুল মিয়ার মেয়ে আয়াত খাতুন(৯)আজ দুপুর আড়াইটার দিকে পার্শ্ববতী ঘাঘট নদীতে গোসল করতে গেলে পানির স্রোতের ডুবে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায় , মোঃইসমাইল হোসেন এবং মোঃমুকুল মিয়ার নয় বছরের দুটি কন্যা সন্তান পার্শ্ববর্তী নদীতে গোসল করতে গেলে সাঁতার না জানায় স্রোতের ডুবে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয় পরবর্তীতে স্থানীয় জনগণের সহায়তায় অনেক খোঁচাখুঁজি করে বিকেল সাড়ে চারটার দিকে তাদের পাতানো জালে আটক হলে দ্রুত তাদের উদ্ধার করে তাদের দুজনকেই রংপুর মেডিকেল কলেজ নেওয়া হয় তবে পথেই একজন মৃত্যু হয়েছে মর্মে বাড়িতে ফেরত নিয়ে আসেন অন্য জনকে রংপুর মেডিকেল কলেজে হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ঘোষণা করেন। তবে ধারণা করা হচ্ছে শিশু দুটির মৃত্যু নদীতে পানির মধ্যে অনেক আগেই হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মিঠাপুকুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ দৈনিক আমাদের মাতৃভূমিকে নিশ্চিত করেন, ১,মৃত আইশা খাতুন বয়স (নয়) ২,মৃত আয়াত খাতুন বয়স (নয়) এই দুই কন্যা শিশু নদীতে গোসল করতে গিয়ে সাঁতার না জানায় ডুবে যায়,এবং সাড়ে চারটার দিকে স্থানীয় লোকজনের শিশু দুটির দেহ আটকা পড়লে খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন।এটা একটি মর্মান্তিক মৃত্যু আইনি প্রক্রিয়া শেষে পরিবার লাশ দাফনের ব্যবস্থা করবেন।