ভারতের জম্মু ও কাশ্মীরে একটি বাসে সন্ত্রাসী হামলায় ৯ জন নিহত হয়েছেন। রোববার রিয়াসি জেলায় একটি মন্দির থেকে ফেরা পুণ্যার্থীদের বাসে এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ৩৩ জন। রাজধানী দিল্লিতে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠান চলার মধ্যেই এ ঘটনা ঘটে।
হিন্দুস্তান টাইমস জানায়, ৬টা ১০ মিনিটে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে পুলিশ। হতাহতের সংখ্যা বাড়তে পারে।
পুলিশের বিবৃতিতে বলা হয়, প্রথমে চালককে আঘাত করা হয়। এতে করে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পড়ে যায় পাশের খাদে। রাত আটটার আগেই সবাইকে উদ্ধার করা হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলাকারীদের এখনো শনাক্ত করা যায়নি। তবে, যৌথ অভিযান চলছে।
এমন এক দিনে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা হয়েছে, যেদিন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। এ ছাড়া তার মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেন।
বিরোধীদল কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধী এক্সে এক পোস্টে লিখেছেন, ‘এ লজ্জাজনক ঘটনাই জম্মু ও কাশ্মীরে উদ্বেগজনক নিরাপত্তা পরিস্থিতির প্রকৃত চিত্র।’