আইসিসিকে নিষেধাজ্ঞা দিয়ে ইসরাইলের প্রতি সমর্থনের বহির্প্রকাশ করলেও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বলেছেন, রাজনৈতিক স্বার্থেই যুদ্ধ দীর্ঘায়িত করছেন নেতানিয়াহু। মঙ্গলবার টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি।
সাক্ষাৎকারে বাইডেনের কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি কি মনে করেন, নেতানিয়াহু তার নিজের রাজনৈতিক কারণে যুদ্ধকে দীর্ঘায়িত করছেন? জবাবে তিনি ইঙ্গিত দিয়ে বলেছেন, তার কাছে এটি মনে করার ‘যৌক্তিক কারণ’ আছে যে ইসরাইলি প্রধানমন্ত্রী নিজের রাজনৈতিক স্বার্থে গাজায় যুদ্ধ টেনে নিয়ে যাচ্ছেন।
তিনি আরও বলেছেন, যুদ্ধ পরবর্তী গাজার ভবিষ্যৎ কী হবে, সে বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে তার ‘বড় ধরনের মতানৈক্য’ আছে। একই সঙ্গে ৭ অক্টোবর ইসরাইলে হামলার পর দেশটি গাজায় যা করেছে সেটিকেও বাইডেন ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছেন।
গত সপ্তাহে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন প্রেসিডেন্ট বাইডেন। গাজায় চলমান যুদ্ধ বন্ধে বাইডেন তিন দফার যে প্রস্তাব দিয়েছেন হামাস যদি তা মেনে নেয়, তাহলে ইসরাইলও তা গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি। তিনি বলেছেন, হামাস এ প্রস্তাব মেনে নিলে ইসরাইলও তাতে হ্যাঁ বলবে বলে প্রত্যাশা যুক্তরাষ্ট্রের। তবে এই প্রস্তাবের বিষয়ে নেতানিয়াহু সরকারের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে।
মন্ত্রিসভার একটি অংশ হুমকি দিয়ে বলেছে, যুদ্ধবিরতি প্রস্তাব মানা হলে তারা মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন। গাজায় ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৩৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলের হামলায় কমপক্ষে ৩৬ হাজার ৫৮৬ জন নিহত এবং ৮৩ হাজার ৭৪ জন আহত হয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, ইসরাইল গাজায় সুস্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘন করছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়টি অস্বীকার করে আসছে।