চাঁদপুর শহরের ব্যাংক কলোনী এলাকায় চিরকুট লিখে মো. সালাউদ্দিন মিয়া (৪৫) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এছাড়া মতলব উত্তরে শাহাদাত হোসেন প্রধান (২৭) নামে এক যুবক ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
মঙ্গলবার (৪ জুন) রাতে শহরের ব্যাংক কলোনী আনোয়ার হোসেন জেটের বাড়িতে সালাউদ্দিন আত্মহত্যা করে। সালাউদ্দিন সদর উপজেলার বিষ্ঞুপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিন মিয়ার ছেলে। তিনি স্ত্রী ও কন্যা সন্তানকে নিয়ে আনোয়ার হোসেন জেটের বাড়িতে ভাড়া থাকতেন। পেশায় একটি বেসরকারি কোম্পানির বিক্রয়কর্মী ছিলেন তিনি।
সালাউদ্দিন আত্মহত্যার পূ্র্বে লেখা চিরকুটে কাউকে দায়ী না করেননি। বরং অর্থ ও ভালোবাসার অভাব নিয়ে তার ক্ষোভ ছিল।
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম বলেন, সংবাদ পেয়ে রাত ৯টায় ঘটনাস্থল থেকে সালাউদ্দিনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।
এদিকে একই দিন সন্ধ্যায় জেলার মতলব উত্তর উপজেলার ফতেপুর ইউনিয়নের পশ্চিম নাউরী গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবক শাহাদাতের মৃত্যু ঘটে।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শাহাদাত মতলব উত্তর উপজেলার নাউরী গ্রামের প্রধান বাড়ির জালাল প্রধানের ছেলে। তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। শাহাদাত দুই সন্তানের জনক।