দিনাজপুর সদর উপজেলার পূণর্ভবা নদীতে ডুবে মো. রায়হান (৭) এবং আফি খাতুন (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা দুজন সম্পর্কে খালাতো ভাই-বোন।
শিশু রায়হান দিনাজপুর পৌর এলাকার বাঙ্গিবেচা মহল্লার মো. আব্দুস সালামের ছেলে এবং আফি খাতুন একই এলাকার আকবর আলীর মেয়ে। রায়হান প্রথম শ্রেণি এবং আফি দ্বিতীয় শ্রেণিতে পড়ালেখা করত। তারা দুজনেই দীপ্তি প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ জুন) দুপুরে বাড়ি থেকে কোচিংয়ে যায় খালাতো ভাই-বোন। এরপর তারা বাড়িতে ফিরে আসেনি। সন্ধ্যার দিকে তাদের দুজনের মরদেহ নদীতে ভেসে ওঠে। এলাকাবাসী দেখতে পেয়ে মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে দিনাজপুরে কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন জানান, আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।