ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ৩ নং ওয়ার্ডের বাসিন্দা কবির ব্যাপারীর রোগ মুক্তি কামনায় কুরআন তেলাওয়াত দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ জুন) সকাল ১০ টার দিকে রহমানিয়া ইসলামিয়া নূরানী ও হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসার উদ্যেগে কুরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।
রহমানিয়া ইসলামিয়া নূরানী ও হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আরিফুল ইসলাম এর সভাপতিত্বে ও হাফেজ ইউসুফ জামিলের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন রহমানিয়া ইসলামিয়া নূরানী ও হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসার হিফজ শাখার শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।
কবির ব্যাপারী দীর্ঘদিন ধরে ঢাকায় চিকিৎসাধীন তার রোগ মুক্তি কামনায় কুরআন তেলাওয়াত শেষে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় এলাকায় যারা বিভিন্ন রোগে আক্রান্ত ও যারা দুনিয়ায় ছেড়ে চলে গেছেন তাদের জন্য দোয়া করেন এবং যারা মাদ্রাসার কমিটিতে দায়িত্বরত আছে, তাদের সুস্বাস্থ্য কামনা করা হয়।