ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে প্রসবকালীন শিশু মৃত্যুর হার কমিয়ে আনা, মায়ের স্বাস্থ্য নিরাপত্তা ও স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিত করতে এক কর্মশালার আয়োজন করেছে কাউখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাংগামাটি জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ- পরিচালক বেগম সাহান ওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক গোলাম মোঃ আজম। এতে বিশেষ অতিথি ছিলেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) মাসুমা আক্তার কনা, রাঙামাটি পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক মতিউর রহমান, ঘাগড়া ইউপি চেয়ারম্যান মোঃ নাজিমউদ্দীন প্রমুখ।
কর্মশালায় পরিবার পরিকল্পনা বিভাগের স্বাভাবিক প্রসব সেবা বিষয়ে প্রেজেন্টেশন করেন রাঙামাটি পার্বত্য জেলা ( সিসি) সহকারী পরিচালক ডাঃ বেবি ত্রিপুরা। সঞ্চালনায় ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের ডাঃ সূচনা সাহা।
কর্মশালায় অংশ গ্রহন করেন উপজেলা স্বাস্থ্য বিভাগের জুনিয়র কনসালটেন্ট ( গাইনী) ডাঃ নুসরাত সুলতানা আজমী, মেডিসিন বিভাগের ডাঃ মুরাদ মোঃ ফয়সাল, জুনিয়র কনসালটেন্ট এনেস্থিসিয়া ডাঃ হ্যাপি বিশ্বাস, আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও) ডাঃ ইফতেখারুল আলম ফরহাদ, মেডিকেল অফিসার ডাঃ শার্দুল দাশ, উপজেলা শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, মাধ্যমিক শিক্ষা অফিসার স্বপন চাকমা, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ শাহাবুদ্দিন হোসাইন, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ আমির খসরু, উপজেলা বিআরডিবি অফিসার প্রিয়তোষ কান্তি দে, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার দ্বিতীয়ময় চাকমা, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মাওচিং চৌধুরী, মোঃ মুনির উদ্দিন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি সাংবাদিক ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের মাঠকর্মীরা।