রাজধানীর হাতিরঝিলে মহানগর ব্রিজের নিচ থেকে অজ্ঞাতপরিচয় (২৮) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ নভেম্বর) বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর পৌনে ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
হাতিরঝিল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বলেন, আমরা খবর পেয়ে হাতিরঝিল মহানগর ব্রিজের নিচ থেকে ওই যুবককে উদ্ধার করি। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আশপাশের লোকজনের মুখে জানতে পারি ওই যুবক ব্রিজ থেকে লাফিয়ে পড়ে পানিতে তলিয়ে যায়। নিহতের নাম ঠিকানা এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা ক্রাইম সিনকে খবর দিয়েছি, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।