ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অর্থবছরের প্রথমার্ধে রপ্তানি আয় বেড়েছে ভোলায় শীতার্তদের মাঝে কোস্টগার্ডের শীতবস্ত্র বিতরণ জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে মাদক সহ কারবারীকে আটক গোয়াইনঘাটের পিরিজপুর সোনারহাট রাস্তা ওয়ার্ক ওয়ার্ডার না হওয়ায় কাজ হচ্ছেনা চরম জনদূর্ভোগ: ইসহাক চৌধুরী আলিম ছিলেন একজন কর্মীবান্ধব নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে শীত বস্ত্র প্রদান করেন রাজশাহীতে আধুনিক প্রযুক্তি চিকিৎসা সেবায় পপুলার আওয়ামী স্বৈরাচারের দোসররা বিদেশি প্রভুদের সহযোগিতায় ষড়যন্ত্র করে বেড়াচ্ছে:আমিনুল হক ফেসবুক আইডি ফিরে পেলেন ক্রীড়া উপদেষ্টা মনোহরগঞ্জে জাতীয় সমাজসেবা দিবসে ওয়াকাথন ও কল্যাণ রাষ্ট্র গঠনে মুক্ত আড্ডা

এক মাসেই ৩৫ হাজারেরও বেশি সেনা হারিয়েছে ইউক্রেন

মাত্র এক মাসেই ৩৫ হাজারেরও বেশি সেনা হারিয়েছে ইউক্রেন। শুক্রবার রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোসভ বলেছেন, ইউক্রেনের সামরিক বাহিনী মে মাসে ৩৫ হাজারেরও বেশি সেনা এবং হাজার হাজার অস্ত্র হারিয়েছে। রাশিয়ার টেলিভিশন নেটওয়ার্ক আরটি ইন্টারন্যাশনাল জানিয়েছে, কাজাখস্তানের রাজধানী আস্তানায় এক বৈঠককালে এ কথা বলেছেন বেলোসভ।

রাশিয়ার নেতৃত্বাধীন আঞ্চলিক নিরাপত্তা জোট কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের (সিএসটিও) সম্মেলন শুরু হয়েছে আস্তানায়। সেই সম্মেলনে রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, রুশ বাহিনী পদ্ধতিগতভাবে ইউক্রেনীয় বাহিনীর সক্ষমতা হ্রাসের কৌশল নিয়েছে এবং সেই কৌশলে সাফল্য আসছে।

বেলোসভ আরও বলেছেন, মে মাসে ইউক্রেনীয় বাহিনীর হাজার হাজার সেনা নিহতের পাশাপাশি ২৯০টি ট্যাংকসহ ২ হাজার ৭শ’রও বেশি সামরিক যান ধ্বংস হয়েছে। এসব ট্যাংকের মধ্যে যুক্তরাষ্ট্রের আব্রাহাম, ব্র্যাডলি এবং ইউরোপের লিওপার্ডও রয়েছে। এছাড় একই সময়সীমায় ইউক্রেনীয় বাহিনী হারিয়েছে অন্তত ১১টি যুদ্ধবিমান, চারটি হেলিকপ্টার, প্রায় ৭৩০টি ফিল্ড আর্টিলারি আগ্নেয়াস্ত্র ও মাল্টিপল রকেট লঞ্চার।

মে মাসজুড়ে ইউক্রেনের খারকিভ অঞ্চলে রুশ এবং ইউক্রেনীয় বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। সেনাদের নিহত হওয়া এবং সামরিক যানবাহন ধ্বংসের অধিকাংশ ঘটনা ঘটেছে।
অঞ্চলটিতে ক্ষয়ক্ষতির ভার সহ্য করতে না পেরে মাসের শেষ পর্যায়ে খারকিভে ইউক্রেনীয় বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে বলেও জানিয়েছেন বেলোসভ।

তিনি আরও বলেছেন, খারকিভের যুদ্ধক্ষেত্রে পিছু হটলেও পশ্চিমাবিশ্বকে নিজেদের শক্তিমত্তা দেখাতে রাশিয়ার অভ্যন্তরে বেসামরিক স্থাপনাগুলোতে হামলা শুরু করেছে ইউক্রেন।

এ প্রসঙ্গে বেলোসভ বলেছেন, গত এক মাসে রাশিয়ার বিভিন্ন বেসামরিক স্থাপনা লক্ষ্য করে বিপুল সংখ্যক ইউএভি ড্রোন, হিমার্স এবং ভ্যাম্পায়ার রকেট, হ্যামার গাইডেড বোমা, এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ও স্ক্যাল্প ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইউক্রেনীয় বাহিনী। এসবের মধ্যে এক হাজারেরও বেশি ইউএভি ড্রোন, ২৫০টিরও বেশি হিমার্স এবং ভ্যাম্পায়ার রকেট, ৮০টিরও বেশি হ্যামার গাইডেড বোমা, ৫০টি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র এবং ৮টি স্ক্যাল্প ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই ধ্বংস করতে সক্ষম হয়েছে রুশ বাহিনী।

বৈঠকে তিনি জানিয়েছেন, ‘ইউক্রেন চাইছে পশ্চিমা মিত্রদের সহায়তা অব্যাহত থাকুক। তাই পশ্চিমাদের মন জোগাতে রাশিয়ার অভ্যন্তরে হামলা করছে তাদের সেনাবাহিনী। আমার ধারণা, জুনের মাঝামাঝি সুইজারল্যান্ডে শান্তি সম্মেলন হবে। সেখানে নিজেদের অগ্রগতির চিত্র তুলে ধরতে রাশিয়ায় এসব হামলার পরিসংখ্যান পেশ করবে কিয়েভ।’

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

অর্থবছরের প্রথমার্ধে রপ্তানি আয় বেড়েছে

এক মাসেই ৩৫ হাজারেরও বেশি সেনা হারিয়েছে ইউক্রেন

আপডেট সময় ১০:২৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪

মাত্র এক মাসেই ৩৫ হাজারেরও বেশি সেনা হারিয়েছে ইউক্রেন। শুক্রবার রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোসভ বলেছেন, ইউক্রেনের সামরিক বাহিনী মে মাসে ৩৫ হাজারেরও বেশি সেনা এবং হাজার হাজার অস্ত্র হারিয়েছে। রাশিয়ার টেলিভিশন নেটওয়ার্ক আরটি ইন্টারন্যাশনাল জানিয়েছে, কাজাখস্তানের রাজধানী আস্তানায় এক বৈঠককালে এ কথা বলেছেন বেলোসভ।

রাশিয়ার নেতৃত্বাধীন আঞ্চলিক নিরাপত্তা জোট কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের (সিএসটিও) সম্মেলন শুরু হয়েছে আস্তানায়। সেই সম্মেলনে রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, রুশ বাহিনী পদ্ধতিগতভাবে ইউক্রেনীয় বাহিনীর সক্ষমতা হ্রাসের কৌশল নিয়েছে এবং সেই কৌশলে সাফল্য আসছে।

বেলোসভ আরও বলেছেন, মে মাসে ইউক্রেনীয় বাহিনীর হাজার হাজার সেনা নিহতের পাশাপাশি ২৯০টি ট্যাংকসহ ২ হাজার ৭শ’রও বেশি সামরিক যান ধ্বংস হয়েছে। এসব ট্যাংকের মধ্যে যুক্তরাষ্ট্রের আব্রাহাম, ব্র্যাডলি এবং ইউরোপের লিওপার্ডও রয়েছে। এছাড় একই সময়সীমায় ইউক্রেনীয় বাহিনী হারিয়েছে অন্তত ১১টি যুদ্ধবিমান, চারটি হেলিকপ্টার, প্রায় ৭৩০টি ফিল্ড আর্টিলারি আগ্নেয়াস্ত্র ও মাল্টিপল রকেট লঞ্চার।

মে মাসজুড়ে ইউক্রেনের খারকিভ অঞ্চলে রুশ এবং ইউক্রেনীয় বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। সেনাদের নিহত হওয়া এবং সামরিক যানবাহন ধ্বংসের অধিকাংশ ঘটনা ঘটেছে।
অঞ্চলটিতে ক্ষয়ক্ষতির ভার সহ্য করতে না পেরে মাসের শেষ পর্যায়ে খারকিভে ইউক্রেনীয় বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে বলেও জানিয়েছেন বেলোসভ।

তিনি আরও বলেছেন, খারকিভের যুদ্ধক্ষেত্রে পিছু হটলেও পশ্চিমাবিশ্বকে নিজেদের শক্তিমত্তা দেখাতে রাশিয়ার অভ্যন্তরে বেসামরিক স্থাপনাগুলোতে হামলা শুরু করেছে ইউক্রেন।

এ প্রসঙ্গে বেলোসভ বলেছেন, গত এক মাসে রাশিয়ার বিভিন্ন বেসামরিক স্থাপনা লক্ষ্য করে বিপুল সংখ্যক ইউএভি ড্রোন, হিমার্স এবং ভ্যাম্পায়ার রকেট, হ্যামার গাইডেড বোমা, এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ও স্ক্যাল্প ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইউক্রেনীয় বাহিনী। এসবের মধ্যে এক হাজারেরও বেশি ইউএভি ড্রোন, ২৫০টিরও বেশি হিমার্স এবং ভ্যাম্পায়ার রকেট, ৮০টিরও বেশি হ্যামার গাইডেড বোমা, ৫০টি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র এবং ৮টি স্ক্যাল্প ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই ধ্বংস করতে সক্ষম হয়েছে রুশ বাহিনী।

বৈঠকে তিনি জানিয়েছেন, ‘ইউক্রেন চাইছে পশ্চিমা মিত্রদের সহায়তা অব্যাহত থাকুক। তাই পশ্চিমাদের মন জোগাতে রাশিয়ার অভ্যন্তরে হামলা করছে তাদের সেনাবাহিনী। আমার ধারণা, জুনের মাঝামাঝি সুইজারল্যান্ডে শান্তি সম্মেলন হবে। সেখানে নিজেদের অগ্রগতির চিত্র তুলে ধরতে রাশিয়ায় এসব হামলার পরিসংখ্যান পেশ করবে কিয়েভ।’