প্রচণ্ড গরমে দিল্লির তাপমাত্রা ছাড়াল ৪৯ ডিগ্রি সেলসিয়াস। এবার তাপমাত্রার এ রেকর্ড ইতিহাসে আগে কখনো দেখা যায়নি।
বার্তা সংস্থা এএফপি ভারতীয় আবহাওয়া বিভাগের (আইএমডি) বরাত দিয়ে জানিয়েছে, মঙ্গলবার দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছ ৪৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা মূলত অতি প্রচণ্ড তাপপ্রবাহের সৃষ্টি করে।
দিল্লির উপকণ্ঠের নেরালা ও মুঙ্গেশপুরে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।