ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ভার্চুয়াল কিবোর্ডে নতুনত্ব আনছে গুগল

সম্প্রতি গুগল তাদের ভার্চুয়াল কিবোর্ড জি-বোর্ডে নতুন আপডেট আনছে। আইফোন বা অ্যান্ড্রয়েড উভয় ভার্সনে চলবে নতুন আপডেট। গুগলের ভাষ্যমতে, নতুন আপডেটের ফলে জি-বোর্ডে ইমোজি, স্টিকার ও জিআইএফ ব্যবহার করা যাবে।

টেক জায়ান্ট গুগল জানিয়েছে, জি-বোর্ড ইমোজিগুলো নিয়ে এখনো ডেভেলপাররা কাজ করছেন। তবে তাদের বেটা ভার্সনে কিছু ইমোজি উন্মুক্ত করা হয়েছে। পুরো কাজ সম্পন্ন হলে শিগগিরই নতুন ইমোজিগুলো অবমুক্ত করা হবে।

এছাড়াও এতে পিল-সেফ সার্চ ফিল্ড অপশন যুক্ত করা হয়েছে। ফলে কেউ চাইলে একই রকমে দেখতে আরও ইমোজি খুঁজে বের করতে পারবেন। জিবোর্ডের নতুন একটি স্কিনশট পাওয়া গেছে। সেখানে ইমোজি ট্যাবের পরিবর্তন দেখা গেছে।

তবে নতুন ডিজাইনে পূর্বের ‘এবিসি’ বাটনটি পাওয়া যায়নি। এর পরিবর্তে অ্যাপটি নতুন কিছু আনতে চলেছে।প্রতিবেদন অনুসারে, নতুন জি-বোর্ডটি আগের ভার্সনের তুলনায় বেশ গতিশীল হবে। এটি ব্যবহার করাও বেশ সহজ হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভার্চুয়াল কিবোর্ডে নতুনত্ব আনছে গুগল

আপডেট সময় ০৩:৩৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২

সম্প্রতি গুগল তাদের ভার্চুয়াল কিবোর্ড জি-বোর্ডে নতুন আপডেট আনছে। আইফোন বা অ্যান্ড্রয়েড উভয় ভার্সনে চলবে নতুন আপডেট। গুগলের ভাষ্যমতে, নতুন আপডেটের ফলে জি-বোর্ডে ইমোজি, স্টিকার ও জিআইএফ ব্যবহার করা যাবে।

টেক জায়ান্ট গুগল জানিয়েছে, জি-বোর্ড ইমোজিগুলো নিয়ে এখনো ডেভেলপাররা কাজ করছেন। তবে তাদের বেটা ভার্সনে কিছু ইমোজি উন্মুক্ত করা হয়েছে। পুরো কাজ সম্পন্ন হলে শিগগিরই নতুন ইমোজিগুলো অবমুক্ত করা হবে।

এছাড়াও এতে পিল-সেফ সার্চ ফিল্ড অপশন যুক্ত করা হয়েছে। ফলে কেউ চাইলে একই রকমে দেখতে আরও ইমোজি খুঁজে বের করতে পারবেন। জিবোর্ডের নতুন একটি স্কিনশট পাওয়া গেছে। সেখানে ইমোজি ট্যাবের পরিবর্তন দেখা গেছে।

তবে নতুন ডিজাইনে পূর্বের ‘এবিসি’ বাটনটি পাওয়া যায়নি। এর পরিবর্তে অ্যাপটি নতুন কিছু আনতে চলেছে।প্রতিবেদন অনুসারে, নতুন জি-বোর্ডটি আগের ভার্সনের তুলনায় বেশ গতিশীল হবে। এটি ব্যবহার করাও বেশ সহজ হবে।