বাংলাদেশকে ঋণ সহায়তা দেওয়ার পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ ও গ্যাস খাতের ভর্তুকি সংস্কারের বিষয়ে আলোচনা করতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) পরিদর্শন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদল।
রোববার (৬ নভেম্বর) বিইআরসি কার্যালয়ে প্রায় দুই ঘণ্টা অবস্থান করে দলটি। বিইআরসি সূত্রে এ তথ্য জানা গেছে। বিইআরসির এক কর্মকর্তা জানান, আইএমএফের প্রতিনিধিদল বিদ্যুৎ ও গ্যাস খাতের ট্যারিফ কার্যক্রম সম্পর্কে খোঁজ-খবর নিয়েছে। কীভাবে দাম নির্ধারণ করা হয় সে বিষয় জানতে চেয়েছে। আমরা সবটাই তাদের অবহিত করেছি।
আইএমএফের প্রতিনিধিদলে এশিয়া প্যাসিফিক বিভাগের প্রধান রাহুল আনন্দের নেতৃত্বে উপস্থিত ছিলেন চার সদস্য। বিইআরসির পক্ষে চেয়ারম্যান আব্দুল জলিল, সদস্য আবু ফারুকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ২৬ অক্টোবর আইএমএফের প্রতিনিধিদল বাংলাদেশে আসে। ২ নভেম্বর পিডিবি ও বিদ্যুৎ বিভাগের সঙ্গে বৈঠক করে দলটি। ৩ নভেম্বর জ্বালানি বিভাগ ও পেট্রোবাংলার সঙ্গে সভা করে। দেশে সফররত এ দলটি ১৫ দিনের সফরে দলটি সরকারের নীতিনির্ধারক এবং অংশীজনদের সঙ্গে আরও বৈঠক করবে বলে জানা গেছে।