চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৩ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ শারজাহগামী এক যাত্রীকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি টিম। ওই যাত্রীর নাম মোহাম্মদ আলী।
শনিবার (৫ নভেম্বর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। শুল্ক গোয়েন্দা বিভাগ জানায়, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম বিমানবন্দরের একটি দল শনিবার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহগামী এক যাত্রীর কাছ থেকে কাঁধ ব্যাগের ভেতর সেলাই করা অবস্থায় ২ লাখ ৫১ হাজার ৭৯০ দিরহাম বা ৭৩ লাখ ১৫ হাজার ১৭৯ টাকা বৈদেশিক মুদ্রা জব্দ করে। যাত্রীর নাম মোহাম্মদ আলী। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। যাত্রীর কাছ থেকে ছয়টি মোবাইল ফোনও পাওয়া যায়।
সূত্র জানায়, গ্রেপ্তার মোহাম্মদ আলী চলতি বছরে মোট ছয় বার আন্তর্জাতিক ভ্রমণ করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আগেও বৈদেশিক মুদ্রা পাচার করেছেন বলে শুল্ক গোয়েন্দা দলের কাছে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।