আগামী ৩০ নভেম্বরের পর থেকে ঢাকার সড়কে রঙচটা, লক্কর-ঝক্কর ও জরাজীর্ণ যানবাহন না নামানোর নির্দেশ দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এ ধরনের গাড়ি চালালে বিআরটিএ আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (১ নভেম্বর) রাজধানী ঢাকার সব পরিবহন কোম্পানির কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। বুধবার (২ নভেম্বর) বিষয়টি সাংবাদিকদের জানিয়েছে ঢাকা পরিবহন মালিক সমিতি।
চিঠিতে বলা হয়, রঙচটা ও জরাজীর্ণ গাড়িগুলো মেরামত ও নতুনভাবে রং করে রাস্তায় নামানোর জন্য আগে একাধিকবার নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরও কিছু গাড়ি এখনো রঙচটা, লক্কর-ঝক্কর ও জরাজীর্ণ অবস্থায় চলাচল করছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
এতে আরও বলা হয়, আমরা লক্ষ্য করছি, এখনো অনেক গাড়ির বডি জরাজীর্ণ, জানালা-দরজার কাচ ভাঙা। সামনে বা পেছনের লাইট ভাঙা, কালো ধোঁয়া নির্গমন, ভেতরের ফ্যান অচল অবস্থায় চলাচল করছে। এমনকি কোনো কোনো বাসের সিট অতিরিক্ত আকারে ছোট করা হয়েছে যেখানে যাত্রীরা বসতে পারেন না। এটি আইনগত জঘন্য অপরাধ।
তাই রাজধানীতে এসব গাড়ি আগামী ৩০ নভেম্বরের পর সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনোভাবেই চলাচল করতে দেবে না এবং বিআরটিএ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডাম্পিং করাসহ আইনানুগ ব্যবস্থা নেবে।