রাজধানীর যাত্রাবাড়ী থানার শনিরআখড়া এলাকায় ট্রাকচাপায় আফতাবে আলম (৪৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি পূবালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ছিলেন।
মঙ্গলবার (১ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে আজ বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান বলেন, আমরা খবর পেয়ে শনিরআখড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আজ সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ওই গাড়ির চালককে আটক করা হয়েছে এবং যাত্রাবাড়ী থানায় গাড়িটি জব্দ আছে। তিনি আরও বলেন, নিহত ওই ব্যক্তি ইসলামপুর শাখায় পূবালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো অফিস শেষ করে বাসায় ফিরছিলেন তিনি। কিন্তু ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ঘটনা একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের বাসা যাত্রাবাড়ী থানার বাগান বাড়ি মুসলিমাবাদ এলাকায়। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার শিমুল আটি গ্রামে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।