রাজধানীর কদমতলী থানার মিরাজনগর এলাকায় দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্মাণাধীন ড্রেনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর পৌনে ২টায় তাকে ঘোষণা করেন।
মৃত সোহাগের সহকর্মী হুসাইন বলেন, দক্ষিণ সিটি করপোরেশনের ড্রেন নির্মাণ করার সময় মোটর দিয়ে পানি দিতে গিয়ে সোহাগ বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে, সেখান থেকে পরে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানাকে জানানো হয়েছে।