রেস্তোরাঁর বিল না দিয়েই পালিয়ে গেছে ছয় জনের একটি দল। তারা রেস্তোরাঁয় খাবার খান, মদ পান করেন। বিল হয় ২৫ হাজার টাকা। আর বিল দেওয়ার সময় হলে তখনই পালিয়ে যান তারা। এমন ঘটনা ঘটেছে ব্রিটেনের নর্থ ইয়র্কশায়ারের দ্য সাটন আর্মস রেস্তোরাঁয়।
পেছনের দরজা দিয়ে রেস্তোরাঁ থেকে তাদের দৌড়ে পালানোর একটি ভিডিও সামনে এসেছে। ভিডিওটি প্রকাশ করেছেন রেস্তোরাঁর মালিক নিজেই। রেস্তোরাঁর মালিক এমা লি পলাতক গ্রাহকদের খুঁজে বের করার আবেদন জানিয়েছেন।
জানা গেছে, ওই দলটির মোট বিল হয়েছিল ২৫ হাজার টাকার বেশি। এ বিষয়ে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করেছেন রেস্তোরাঁ মালিক। পুলিশ এখন পালিয়ে যাওয়া যুবকদের খুঁজছে।
এদিকে দ্য সাটন আর্মস রেস্তোরাঁ থেকে গ্রাহকদের পালিয়ে যাওয়ার ভিডিওটি প্রকাশের পর ভাইরাল হয়েছে। ভিডিও প্রকাশ করে রেস্তোরাঁর মালিক জানান, ছয় জনের একটি দল খাবারের বিল না দিয়েই পালিয়ে যায়। ফুটেজে দেখা যায় কীভাবে তিন-চার জন লোক পালাক্রমে রেস্তোরাঁর বাইরে যাচ্ছেন। তাদের মধ্যে নারীও রয়েছেন।রেস্তোরাঁর মালিক বলেন, টাকা না পেলে সোমবার তিনি ভিডিও ফুটেজ পুলিশের হাতে তুলে দেবেন। এরপর পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নেবে।