আগামী বছরের (২০২৩ সাল) হজ ব্যবস্থাপনা উন্নয়নে হজ প্রশাসনিক, কারিগরি ও সহায়তাকারী দলের সদস্য হিসেবে চলতি বছর সৌদি আরবে যাওয়া কর্মকর্তাদের পরামর্শ চেয়েছে সরকার।
ধর্ম মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ সংক্রান্ত চিঠি হজ প্রশাসনিক, কারিগরি ও সহায়তাকারী দল-২০২২ এর সদস্যদের কাছে পাঠানো হয়েছে।
ঢাকাচিঠিতে বলা হয়, যেসব কর্মকর্তা ২০২২ সালের হজে প্রশাসনিক, কারিগরি ও সহায়তাকারী দলের সদস্য হিসেবে সৌদি আরব গিয়েছেন তাদের দত্ব পালনের অভিজ্ঞতার আলোকে আগামী ২০২৩ সালে অনুষ্ঠিতব্য হজ আরও সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সুপারিশ বা পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য, ২০২৩ সালর জুনের শেষ সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।