বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়া ২০ বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্টগার্ড। দুর্যোগ পরবর্তী দ্রুত সমন্বিত অনুসন্ধান ও উদ্ধার তৎপরতার মাধ্যমে এসব জেলেদের উদ্ধার করা হয়।
ভারতীয় কোস্টগার্ডের এক টুইটার পোস্টে এ তথ্য জানানো হয়েছে। প্রচলিত সমঝোতা চুক্তি (এমওইউ) অনুযায়ী উদ্ধার হওয়া জেলেদের হস্তান্তর করা হবে বলে টুইটে উল্লেখ করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ থেকে ৯০ নটিক্যাল মাইল দূরবর্তী স্থান থেকে এয়ারক্রাফটের মাধ্যমে ২০ বাংলাদেশি জেলেকে উদ্ধার করা হয়। সিত্রাংয়ের কারণে ওই জেলেদের নৌকার তলা ফেটে ডুবে যায় এবং তারা সাগরে ভাসছিলো। স্থানটি ভারত-বাংলাদেশ সমুদ্রসীমার কাছাকাছি।