চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলেছেন ছোটপর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। যদিও আগে থেকেই বিষয়টি নিয়ে গুঞ্জন চলছিল। এবার তা নিশ্চিত করলেন অভিনেতা নিজেই।
সোমবার (৫ জুন) সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা সিদ্দিক। সেখানে বেশ কয়েটি ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, ”আজ ঢাকা-১৭ ( গুলশান-বনানী ক্যান্টনমেন্ট) আসনের উপ-নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম নিলাম। সকলের কাছে দোয়াপ্রার্থী। সবাই আমার জন্য দোয়া করবেন।”
মনোনয়ন ফরম পাওয়ার পর সিদ্দিক গণমাধ্যমে বলেন, ‘আমার বিশ্বাস আ.লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকেই মনোনীত করবেন। নির্বাচনে লড়লে আমি সফল হব বলে আশাবাদী।’