কবি রুদ্র আমিন (মোঃ আমিনুল ইসলাম) একাধারে কবি, গল্পকার, গীতিকার এবং সাংবাদিক। দেশের খুবই জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডেইলি নববার্তা পত্রিকার তিনি সম্পাদক ও প্রকাশক। এ ছাড়াও তিনি ঢাকা সাহিত্য পরিষদ এর সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
তাঁর পরিচিতি :
সমসাময়িক জনপ্রিয় কবি রুদ্র আমিন, এটি মূলত তাঁর ছদ্মনাম, তাঁর প্রকৃত নাম মোঃ আমিনুল ইসলাম রুদ্র। লেখক ও পাঠক মহলে তিনি রুদ্র আমিন নামে সর্বাধিক পরিচিত। রুদ্র আমিন ১৯৮১ সালের ১৪ জানুয়ারি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার ফুলহারা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ আব্দুল হাই ও মাতা আমেনা বেগম। পরিবারে তিন ভাইয়ের মধ্যে তিনি বড়। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা জীবন কেটেছে খাগড়াছড়ি এবং বগুড়া সদর উপজেলায়। মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর তিনি ন্যাশনাল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (নিট) থেকে ডিপ্লোমা ইন কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন কোর্স সম্পন্ন করেন।
প্রকাশিত কাব্যগ্রন্থ : যোগসূত্রের যন্ত্রণা (২০১৫), আমি ও আমার কবিতা (২০১৬), বিমূর্ত ভালোবাসা (২০১৮)। অধরা- সিরিজ কবিতা
(২০২০)
প্রকাশিত গল্পগ্রন্থ : আবিরের লালজামা (২০১৭)
কবি পরিচয়ের পাশাপাশি গীতিকার হিসেবেও তিনি বেশ জনপ্রিয়। তাঁর ‘সখি ভালোবাসি বল’ শিরোনামের গানটির মাধ্যমে তিনি গীতিকার হিসেবে আত্মপ্রকাশ করেন। এই গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। গানে কণ্ঠ দিয়েছেন সময়ের আলোচিত শিল্পী নিধান আহমেদ। গানটি প্রকাশ পায় সাদিয়া ভিসিডি সেন্টার থেকে। এরপরে তিনি লিখেন ‘প্রেম পাগলের ভালোবাসা’ ও ‘কবর’। এই গান দুটিও ব্যাপক জনপ্রিয়তা পায়। গান দুটি প্রকাশ পায় মম মিউজিক সেন্টার থেকে। গান দুটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী নজরুল ইসলাম দয়া।
আমাদের মাতৃভূমি/মাজহারুল